ফিল্ডিংয়ে নেমে ‘টিকটক’ নিয়ে সাকিবের রসিকতা

bcv24 ডেস্ক    ১২:৪৭ এএম, ২০২২-০৫-২৭    65


ফিল্ডিংয়ে নেমে ‘টিকটক’ নিয়ে সাকিবের রসিকতা

বাংলাদেশ ক্রিকেটই শুধু নয়, গোটা দেশের সবচেয়ে বড় তারকা কে? এমন প্রশ্নে সাকিব আল হাসানের বাক্সেই যে সবচেয়ে বেশি ভোট পড়বে সেটি কোনো সমীক্ষা ছাড়াই বলা যায়। সম্প্রতি আন্তর্জাতিক সিরিজগুলোতে বাঁহাতি অলরাউন্ডারকে খেলাতে যেমন মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তেমনি তাকে মাঠে দেখতে উন্মুখ হয়ে থাকেন সমর্থকরা। যার প্রতিফলন দেখা গেল চলমান বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টে।

চতুর্থ দিনের প্রথম দুই সেশনে ম্যাড়ম্যাড়ে রূপ নেয় ঢাকা টেস্ট। অ্যাঞ্জেলো ম্যাথিউস আর দীনেশ চান্দিমালের জমাট রক্ষণে দিশেহারা বাংলাদেশি বোলাররা। অবস্থা এতোটাই প্রতিকূল যে, নিষ্প্রভ হয়ে পড়ে শের--বাংলাদেশ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি। তবে তখনো গোটা মাঠে কম করে হলেও হাজার তিনেক দর্শক। সেই নিষ্প্রাণ গ্যালারিতে প্রাণের সঞ্চার ফেরানোর দায়িত্বটাই যেন নিলেন সাকিব।

দ্বিতীয় সেশনের পর দক্ষিণ প্রান্তের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে থাকেনবাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণতকমা পাওয়া বাঁহাতি অলরাউন্ডার। যখন পূর্ব প্রান্ত থেকে বল ছোড়েন বোলার, তখন সাকিব ফিল্ডিং করেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে। যখন দক্ষিণ প্রান্ত থেকে বল করে, অর্থাৎ পূর্ব প্রান্তে ব্যাটিং করে, তখন সাকিবের জায়গা বদলে হয় লং অন। সেক্ষেত্রে সাকিব যখন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করেন, তখন সেটি হয় ইস্টার্ন গ্যালারির সামনে। লং অনে দাঁড়ালে সেটি হয় সাউদার্ন গ্যালারির সামনে।

এই দুই গ্যালারি দর্শকদের গোটা এক সেশন আনন্দে মাতিয়েছেন সাকিব। কখনো শ্যাডো করে, কখনো দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে, কখনো জার্সি দেখিয়ে বিনোদন দেন সাকিব। গ্যলারি থেকে স্লোগান শুরু হয়, ‘শিরায় শিরায় রক্ত, আমরা সাকিব ভাইয়ের ভক্ত।কখনো আওয়াজ ওঠে, ‘দশ টাকার পেপসি, সাকিব ভাই...

সাকিব যখন ইস্টার্ন গ্যালারির সামনে ফিল্ডিং করছিলেন, তখন স্বাভাবিকভাবেই দুই তলার গ্যালারি থেকে নিচে নেমে আসছিলেন সমর্থমরা। তাদের মধ্যে স্কুল পড়ুয়া সমর্থকের আধিক্য বেশি। এজন্য তৎপর থাকতে হচ্ছিল নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের। এই নিরাপত্তা দেওয়ার মাঝেই উপস্থিত এক নিরাপত্তাকর্মী সাকিবের এমন খুনসুটি নিজের মোবাইলে ভিডিও চিত্রে ধারণ করতে থাকেন। তখন তার সঙ্গে কিছুটা খুনসুটিয়ে মাতেন সাকিব।

নিরাপত্তাকর্মীকে উদ্দেশ্য করেন সাকিব বলেন, ‘ভাই কি টিকটক করছেন নাকি?’ আবার কখনো দেশের সার্বিক করোনাভাইরাস পরিস্থিতি নিয়েও আলোচনা সেরেছেন ফিল্ডিংয়ের মাঝেই। সেই নিরাপত্তাকর্মী মিরপুর পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত থাকার সুবাদে মাঝেমধ্যেই সাকিবকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান। তবে ঢাকা পোস্টের সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করতে গিয়ে বলছিলেন, যতবারই সাকিবকে দেখেন, বাড়তি রোমাঞ্চ অনুভব করেন তিনি।

গ্যালারির খুদে সমর্থকদের সাকিবকে ঘিরে বাঁধভাঙা উল্লাস অবশ্য থামানো যায়নি। দুপুরে তপ্ত রোদে সমর্থকরা সাকিবের কাছে পানির বোতল চান। সাকিবও হতাশ করেননি তাদের। গ্যালারির উদ্দেশ্যে একটি পানির বোতল আর একটি জুসের বোতল ছুড়ে মারেন তিনি। কাড়াকাড়িতে যার একটির মালিকানা দাবি করেন মিরপুর এগারো থেকে খেলা দেখতে আসা স্কুলছাত্র রাশিদুল হাকিম আরিয়ান।

উচ্ছ্বাসিত আরিয়ান বলছিলেন, ‘আমরা ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখছিলাম। পরে সাকিব ভাই এখানে ফিল্ডিং করতে এলে আমরা স্লোগান দিই তার নাম ধরে। তিনি আমাদেরকে হাতের ইশারায় বললেন, তোমরা নিচে আসো। আমরা গেলাম, হাই-হ্যালো করলাম। সাকিব ভাইকে বললাম, ভাই আপনার মাথার ক্যাপটা দেন, এক বোতল পানি দেন। পরে সাকিব ভাই হাই দিলেন। এরপর প্রথমে পানির বোতল দিলেন এবং পরে জুসের বোতলটা দিলেন।

সাকিব অবশ্য এই খুনসুটি মাঠেই সীমাবদ্ধ রাখেননি। সংবাদ সম্মেলনের অলিখিত নিয়ম হচ্ছে, ম্যাচে বা দিনের খেলায় যিনি ভালো করেন, তাকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয় দলের মুখপাত্র হিসেবে। টেস্ট ক্যারিয়ারের ১৯তম বারের মতো উইকেট পেয়ে বাংলাদেশের পক্ষে সেরা পারফর্মারের খেতাব নিয়ে সাংবাদিকদের সামনে এলেন তিনি। সেখানেও চললো তার রসিকতা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্য করে দলের সিনিয়র মিডিয়া ম্যানেজার জানালেন, সবার মোবাইল ফোন সাইলেন্ট করে রাখতে। রসিক সাকিব এবার বললেন, ‘নাহলে কি ফাইন (জরিমানা) করবে?’

এক সিনিয়র সাংবাদিক খানির দূর থেকে প্রশ্ন করাতে সাকিবের খুনসুটি, ‘আপনি এতো দূরে কেন, করোনা হয়েছে নাকি?’

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিতে চান, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েকদিন ধরে। সংবাদ সম্মেলনের একদম শেষে আসল প্রসঙ্গটি। এক সাংবাদিক প্রশ্ন করলেন, বাংলাদেশ তো ওয়েস্ট ইন্ডিজে তিন ফরম্যাটেই খেলতে যাচ্ছে। আপনি খেলবেন তো? মিডিয়া ম্যানেজারকে উদ্দেশ্য করে সাকিব বললেন, ‘আমার নাম নেই?’ জবাবে মিডিয়া ম্যানেজার জানালেন, ‘আছে তো।সাকিব বললেন, ‘তাহলে?’

গুঞ্জন আছে, সাকিব নাকি আজকাল টেস্ট ক্রিকেটটা খুব বেশি উপভোগ করেন না। এই ফরম্যাট থেকে বাইরে থাকতেই টেস্ট সিরিজ সামনে এলে ছুটি নেওয়ার প্রবণতা বেড়ে যায়মিস্টারঅলরাউন্ডারের। এমন একটি দিনের পর তাই প্রশ্ন রয়ে যায়, সাকিব টেস্ট খেলতে না চাওয়ার ভাবনায় পরিবর্তন আনছেন নিশ্চয়ই!


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত